শিরোনাম

South east bank ad

ধ্রুবতারা'র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদী মানবন্ধন

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

অবিলম্বে সাম্প্রদায়িক সন্ত্রাস, মানবতাবিরোধী অপরাধ বন্ধ করো, "অসম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলো'’ এই স্লোগানে ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়্যুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) এর আয়োজনে মানববন্ধন করে সদস্যরা। শনিবার ঝালকাঠি প্রেসক্লাব এর সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জয়ন্ত সাহা, প্রশান্ত দাস হরি, জেলা ঝালকাঠি ধ্রুবতারার উপদেষ্টা মুহঃ আল- আমিন বাকলাই, উপদেষ্টা ও সমাজ সেবক মোঃ ছবির হোসেন, উপদেষ্টা মোঃ হাসান মাহমুদ, মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি মোঃ আখতারুজ্জামান সহ আরো অনেকে। মানববন্ধন কর্মসূচীর সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি।

মানববন্ধনে যারা বক্তব্য দেন তারা বলেন, গত কয়েক দিনে দেশের হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপ ও বাড়িঘরে যারা হামলা ও ভাঙচুর করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান হতে পারে না। আমাদের দেশ আফগান হবে না, দোষীদের সর্ব্বোচ শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: