South east bank ad

টানা বর্ষনে জনজীবন বির্পযস্ত

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীতে টানা বর্ষন এবং ঝড় হাওয়ায় জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। গত ২ দিনের বর্ষনে জেলার অধিকাংশ প্রধান সড়ক জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পটুয়াখালী আঞ্চলিক আবোহাওয়া অফিসের তথ্যমতে জেলায় গত কয়েকদিনে মোট বৃষ্টিপাত ১৭১ মি.মি রেকর্ড করা হয়েছে। এদিকে উপকুলীয় অঞ্চলে সাগর উত্তাল থাকায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং স্থাণীয় নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবোহাওয়া অধিদপ্তর।

সরেজমিন দেখা গেছে, পটুয়াখালী জেলার নিউমার্কেট, পুরানবাজার, পৌরসভা মোড়সহ অধিকাংশ নিচু এলাকা হাটুসমান পানিতে তলিয়ে আছে। এছাড়াও বৃষ্টির প্রভাবে ঘর থেকে বের হতে পারেনি কর্মজীবী মানুষেরা। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। থেমে থেমে মুশলধারে বৃষ্টির প্রভাবে বিরম্বনায় পরেছে সাধারন খেটে খাওয়া মানুষ। ১৯ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত মোট বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ৯৭.৬ মিমি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: