শিরোনাম

South east bank ad

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদ শিশু পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্ত বিনোদনের জন্য নির্মিত জেলা পরিষদ শিশু পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত জেলা পরিষদ শিশু পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন, রওশনুল হক তুষার প্রমুখ।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও জেলায় শিশুদের চিত্ত বিনোদনের জন্য ভালো মানের কোনো শিশু পার্ক না থাকায় জেলা পরিষদের পক্ষ থেকে একটি আধুনিক মানের শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদী তীরবর্তী জেলা পরিষদের জমিটি শিশুপার্ক নির্মাণের জন্য লিজ দেওয়া হয়। এম.এস.টি এন্টরপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান সেই জমি লিজ নিয়ে শিশু পার্ক নির্মাণ করেন।

জেলা পরিষদ শিশু পার্ক পরিচালনাকারি প্রতিষ্ঠান এম.এস.টি এন্টার প্রাইজের কর্তৃপক্ষ জানান, পার্কটিতে শিশুদের চিত্ত বিনোদনের জন্য আধুনিক মানের সকল ধরণের রাইড সংযোজনের বন্দোবস্ত করা হবে।পার্ক চালু থাকবে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। পার্কটিতে সকল শ্রেণির শিশুরা যাতে চিত্ত বিনোদনের সুযোগ পায় এজন্য প্রবেশ ফি মাত্র ১০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: