South east bank ad

ডায়বেটিস হসপিটালে জিঞ্জার ক্যাফে কেন্টেইন এর শুভ উদ্ভোদন

 প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   নারী উদ্যোক্তা

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনা ডায়াবেটিস হসপিটালে আজ জিঞ্জার ক্যাফে কেন্টেইন উদ্ভোদন করা হয়েছে এর আগে এই হসপিটালে কোনো কেন্টেইন ছিলোনা যার কারনে দূরদূরান্ত থেকে আসা রোগীরা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।

জানা যায় ৫ জন নারী উদ্যোক্তা মিলে এই ক্যান্টিন চালু করেছে, উদ্যোক্তারা হলেন, শাম্মি খান, মালেকা বেগম পলি, সৈয়দা শামসুন্নাহার বিউটি, মন্জু সরকার, ফাহমিনা সুলতানা তোতা।

উদ্যোক্তারা জানায়, এর আগে ডায়াবেটিস হসপিটালে ক্যান্টিন ছিলনা যার কারণে দূর থেকে আসা রোগী এবং রোগীর স্বজনদের অনেক ধরনের সমস্যা হয়েছে কোন কিছু খাবারের দরকার লাগলে অনেকটা দূরে যেতে হয়েছে কিন্তু এখন আর এই ভোগান্তি পোহাতে হবে না, আমরা যে খাবারের আইটেম গুলো রেখেছি সেগুলো মানসম্মত এবং ডায়াবেটিস রোগীদের জন্যও রয়েছে মানসম্মত খাবার।

এসময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিস হসপিটালের এডহক কমিটির সদস্য সচিব, গাজী মোজাম্মেল হোসেন টুকু,সদস্য সোহরাব উদ্দীন আকন্দ, ফজলুল বারী কাজল, ডাঃ সাহিদ উদ্দীন স্বপন প্রাক্তন সাবেক উপপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ডাঃ নিজামুল হাসান, ডাঃ আব্দুর সাত্তার ও হসপিটালের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

BBS cable ad

নারী উদ্যোক্তা এর আরও খবর: