South east bank ad

ত্রিপক্ষীয় সংঘর্ষ, কুড়িগ্রাম ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরু‌দ্ধে মামলা

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কল্লোল রায়, (কু‌ড়িগ্রাম) :

বাংলা‌দেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সামনে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগ কর্মী‌দের ম‌ধ্যে সংঘর্ষের ঘটনায় কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপ‌তি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেনসহ ছাত্রলী‌গের ছয় নেতাকর্মীর না‌মে মামলা হ‌য়ে‌ছে। জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাদী হ‌য়ে মঙ্গলবার (১২ অ‌ক্টোবর) সকা‌লে কু‌ড়িগ্রাম সদর থানায় মামলা দা‌য়ের ক‌রেন। মামলা নাম্বার-১২।

সদর থানার ইন্স‌পেক্টর (তদন্ত) গোলাম মর্তুজা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আ‌গে সোমবার রা‌তে কু‌ড়িগ্রাম সা‌র্কিট হাউজ চত্ব‌রে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সামনে সংঘর্ষে জড়ান জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লী‌গের ব‌র্ধিত সভায় অংশ নি‌তে কু‌ড়িগ্রা‌মে আ‌সেন সাখাওয়াত হো‌সেন। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও কৃষি বিষয়ক সম্পাদক নাজুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন বলে জানা গেছে। স্লোগান ‌দেওয়া ও কেন্দ্রীয় নেতা‌কে আ‌গে শু‌ভেচ্ছা জানা‌নোকে কেন্দ্র ক‌রে জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি রাজু আহ‌মে‌দের পাঞ্জা‌বির কলার টে‌নে ছি‌ড়ে দেওয়া‌র ঘটনায় সংঘ‌র্ষের সূত্রপাত হয় ব‌লে ঘটনাস্থলে থাকা একা‌ধিক নেতাকর্মী সূ‌ত্রে জানা গে‌ছে। সংঘ‌র্ষে আহতরা রা‌তেই প্রাথ‌মিক চি‌কিৎসা নেন। প‌রে মঙ্গলবার সকা‌লে জেলা আওয়ামী ল‌ী‌গের ব‌র্ধিত সভা শুরু হয়।

মামলার বিষয়ে জান‌তে সংঘ‌র্ষে আহত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মামলার বাদী ওবায়দুর রহমানের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে তি‌নি ব‌র্ধিত সভায় উপ‌স্থিত থাকায় তার বক্তব‌্য পাওয়া যায়‌নি।

ইন্স‌পেক্টর গোলাম মর্তুজা জানান, মারপিট ক‌রে আহত ও বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অ‌ভি‌যো‌গে মামলা হ‌য়ে‌ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: