শিরোনাম

South east bank ad

দীর্ঘ ১৮ মাস পর খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.মিরাজ হোসাইন, (বরিশাল) :

দীর্ঘ ১৮ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলেছে। গতকাল সোমবার সকাল থেকে বিভিন্ন আবাসিক হলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। প্রথম দিন হলে উঠেই নিজ কক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত হয়ে পড়েন তারা। দীর্ঘদিন পর হলে আসতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল বঙ্গবন্ধু হল, শের-ই-বাংলা হল ও শেখ হাসিনা হলে বাসিন্দা প্রায় হাজার শিক্ষার্থী। হলগুলো গত কয়েকদিন আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। যেসব শিক্ষার্থীরা ইতিমধ্যে করোনা প্রতিরোধক অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল হলে উঠতে পারছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, শর্ত সাপেক্ষে হল খোলা হয়েছে। প্রথম শর্ত হলো- হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। সিন্ডিকেটের সিদ্ধাস্ত অনুযায়ী আগামী ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাশ শুরু হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় গত বছর ১৭ মার্চ সারা দেশের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: