শিরোনাম

South east bank ad

ধর্মের অপব্যাখা দিয়ে রাজনীতি করলে কঠোর ভাবে দমন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

নির্বাচনের সময় ধর্মের অপব্যাখা দিয়ে অপশক্তির রাজনীতি করলে কঠোর ভাবে দমন করা হবে বলে মন্তব্য করতে মোঃ ফরিদুল হক খান সরকারের ধর্ম প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, দেশে নির্বাচন আসলে কিছু কিছু ইসলামি দল মানুষের মধ্যে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিব্রত করে, তাদের বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে রয়েছে।

রবিবার (১০ অক্টোবর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম মন্ত্রনালয় আয়োজিত ধর্মীয় সম্প্রতি উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ্জের নিবন্ধনের সিরিয়াল অনুযায়ী সবাইকে হজ্বে যেতে হবে, কোন ভাবেই সিরিয়াল ভেঙ্গে যাওয়া যাবে না। কোন আত্নীয়র সুপারিশ হবে না । নিয়ম মেনেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হজ্জে যেতে হবে। হজ্জে গিয়ে কোন এজেন্সি হাজীদের কষ্ট দিলে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল মন্দিরে অনুদান প্রদানসহ যথাযোগ্য মর্যাদায় পূজা উদযাপনের ব্যবস্থা নিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন , পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম , সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের ইমাম, পুরোহিতসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃদ্ধ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউণ্ডেশনের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মূলক দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে জেলার মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: