শিরোনাম

South east bank ad

নদী খননের নামে বেড়ায় ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুশান্ত কুমার সরকার, (পাবনা):

নদী খননের নামে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে বিপুল সংখ্যক জমির মালিকরা।

আজ (৩১ জানুয়ারি) সোমবার দুপুরে পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদীর পাড়ে ভূমি রক্ষা কমিটির ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূক্তভোগী কৃষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তৃতা করেণ ভূমি রক্ষা কমিটির সভাপতি সানোয়ার হোসেন আমিন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান ইকবাল, ক্ষতিগ্রস্থ কৃষক মনসুর আলী, রেজাউল করিম, মতিউর রহমান পিন্টু, আব্দুস সবুর, কোকিল উদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন, হুরাসাগর নদীর পাড়ে কয়েক হাজার কৃষকের মালিকানাধীন জমি রয়েছে। সম্প্রতি নদীটির বিভিন্ন স্থানে লাল কাপড়ের নিশানা গেড়ে খনন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, নদী খননের পাশাপাশি তারা নদীর পাড়ে কৃষকদের মালিকানাধীন জমির মাটি কেটে নিচ্ছে।

তাদের নিষেধ করা সত্তেও তারা তা মানছে না। রাতের আঁধারে সেই মাটি ট্রাক ও ট্রলার যোগে বিক্রিও করা হচ্ছে দেদারছে। দেখার যেন কেউ নেই। ফসলি জমি হারিয়ে দু’চোখে অন্ধকার দেখছেন চাষীরা। এমন পরিস্থিতিতে কৃষকরা নদী খননের বাইরে ফসলি জমির মাটি না কাটতে সরকারের সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সুদৃষ্টিসহ হস্তক্ষেপ কামনা করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: