শিরোনাম

South east bank ad

নাটোরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

জলাবদ্ধতা নিরসনের দাবিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের ভেদাগাড়ি বিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জোনাইল ইউনিয়নের ভেদাগাড়ি বিলের সামনে ভুক্তভোগী ৪ শতাধিক পানিবন্দী মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী এলাকাবাসী ও প্রবীণ ব্যক্তিত্ব রওশন আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জোনাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ইমদাদুল হক, তরিকুল ইসলাম, ফ্রান্সিস রোজারিও, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, প্রায় ৪ হাজার বিঘা ৩ ফসলি জমি বছরের ৮/৯ মাস জলাবদ্ধ হয়ে থাকায় কোন ফসল ফলানো সম্ভব হয় না, ফলে এই এলাকার কৃষিভিত্তিক অর্থনীতি ব্যাপকভাবে ভেঙে পড়ায় সাধারণ মানুষ দারিদ্রতার দিকে ধাবিত হচ্ছে। চামটা-দিয়ারপাড়া হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সহ প্রায় ৪০ শতাংশ বাড়িতে দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকে, এতে বৃদ্ধ ও শিশুরা সংক্রমিত হয় পানিবাহিত ও চর্ম রোগে।

বক্তারা এই সময় অনতিবিলম্বে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জোর দাবি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: