South east bank ad

নোয়াপাড়ায় নৌকার প্রতীকে নির্বাচন করতে চান লিটন

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুর উপজলার ৩ টি চা বাগান নিয়ে গঠিত নোয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আমার গ্রাম আমার শহর প্রতিষ্টায় নির্বাচন করতে চান ত্যাগী শাহ আব্দুল আওয়াল লিটন। ছাত্র জীবনে জিয়া, এরশাদ সরকারর আমল বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন সক্রিয় ছিলেন শাহ আব্দুল আওয়াল লিটন। রাজনীতি তার নেশা হয়ে উঠায় জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে এম এ ডিগ্রী অর্জন করার পরও এলাকার এসে বৈরী পরিবশে নোয়াপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আজ পর্যন্ত সক্রিয় রয়েছেন। রাজনীতি করতে গিয়ে জিয়া, এরশাদ, জোট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েছেন। রাজনীতি করতে গিয়ে নিজের বসতবাড়ীর অংশ ও দোকান ঘর বিক্রি করে দিয়েছেন। বিগত জাতীয় সাংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন নিবেদিত হয়ে। নোয়াপাড়া ইউনিয়ন জগদীশপুর, বকন্ঠপুর ও নোয়াপাড়া চা বাগানে প্রায় ৭ হাজার চা শ্রমিকের ভোট রয়েছে। চা শ্রমিকদের সঙ্গে শাহ আব্দুল আওয়াল লিটনের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। চা শ্রমিকদের ওপর যখনই কোন রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে শাহ আব্দুল আওয়াল লিটন তাদের সঙ্গে ছিলেন। এছাড়াও ইটাখালা সিনিয়র আলীয়া মাদ্রাসা সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে জড়িত রয়েছেন।

রাজনৈতিক লোকজন জানান, এবছর ইউপি নির্বাচনে তাকে নৌকার প্রতীক মনোনয়ন দিলে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: