শিরোনাম

South east bank ad

নড়াইলে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইলে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমির আয়োজনে শুক্রবার (৩১ ডিসেম্বর) সদর হাসপাতাল এলাকায় একাডেমি কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মনিকা একাডেমির উপদেষ্টা মিজানুর রহমানের সঞ্চালনায় আবৃত্তি প্রতিযোগিতায় নড়াইলের বিভিন্ন অঞ্চলের শিশুরা অংশগ্রহণ করে।

মনিকা একাডেমি ও সুমিতা এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়াইল শিল্পকলা একাডেমির কবি-সাহিত্যিক-লোকশিল্পী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কবি সৈয়দ হাসমত আলী, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের মহাসচিব কবি আশামণি, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শরিফা পারভীন, সুপর্ণা রায়, অনুপ রায়, আবৃত্তিকার সোনিয়া পারভীন লাকীসহ অনেকে।

প্রতিযোগিতা শেষে দু’টি গ্রুপে ছয় শিশুকে সনদপত্রসহ পুরস্কৃত করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে সনদপত্র প্রদান করা হয়।

মনিকা একাডেমির নির্বাহী পরিচালক সবুজ সুলতান বলেন, শিশুদের মাঝে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে আমাদের এই আয়োজন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: