শিরোনাম

South east bank ad

পঞ্চগড়ে জামানত হারালেন নৌকার প্রার্থী

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :

পঞ্চগড়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীর। এ নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নে বৈধ ভোট ১৫ হাজার ৯৯২ ও বাতিলকৃত ভোট ৪২৯ ভোটের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নৌকা প্রতিক ৯৪৩ ভোট পেয়ে পরাজিত হওয়ার পর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জানা যায়, তৃতীয় ধাপে জেলার দুই উপজেলায় ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ নির্বাচনে জয়লাভ করেছেন, ছয় ইউনিয়নে নৌকা, স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) জয়ী হয়েছেন তিন ইউপিতে। আর দুই ইউনিয়নে বিএনপির প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। এছাড়া দুই ইউনিয়নে স্বতন্ত্র হয়ে জামায়াতের প্রার্থী, একটিতে জাতীয় পার্টির প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।

পঞ্চগড় জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর জানান, সদর ইউনিয়নে নৌকা প্রতিক প্রার্থীর জামানত বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈধ ও বাতিলকৃত মোট ভোট সংখ্যার আট ভাগের এক ভাগ লাগবে, কম হলে জামানত বাতিল বলে গণ্য হবে।

নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে নুরুজ্জামান, মাগুরা ইউনিয়নে জ্যোতিষ চন্দ্র রায়, গরিনাবাড়িতে মনোয়ার হোসেন দিপু, আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে আবু জাহেদ, আলোয়াখোয়ায় মোজাক্কারুল আলম কচি এবং ধামোরে আবু তাহের দুলাল। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত ইসমাইল হোসেন (লাঙল) বিজয়ী হয়েছেন।

এদিকে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- পঞ্চগড় সদর ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আল ইমরান খান (মোটর সাইকেল), কামাতকাজলদিঘী ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. তোফায়েল প্রধান (আনারস), চাকলাহাট ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম (মোটর সাইকেল), সাতমেড়া ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ. লীগের বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম (মোটর সাইকেল), হাড়িভাসা ইউনিয়নে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদ নূরে ই আলম (অটো রিক্সা), ধাক্কামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম দুলাল (মোটর সাইকেল), আটোয়ারী উপজেলার মির্জাপুরে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ (ঘোড়া), তোড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র হয়ে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শাহ (চশমা)।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: