শিরোনাম

South east bank ad

পটকা মাছ খেয়ে আরেক জেলের মৃত্যু

 প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পটকা মাছ খেয়ে আরেক জেলের মৃত্যু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সুন্দরবন থেকে বরিশাল ফেরার সময় পটকা মাছ খেয়ে রবি বিশ্বাস (৩৫) নামে আরেক জেলের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৪ মার্চ) বিকেলে মারা যান রবি। এ নিয়ে পটকা মাছ খেয়ে দুই জেলের মৃত্যু হলো। এর আগে দুপুরে সুশীল দাস (৫১) নামে আরও এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও ১০ জেলে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মৃত রবি বিশ্বাস বরিশালের বানরীপাড়া উপজেলার বিশরকান্দি ইউনিয়নের কদমবাড়ি এলাকার নিত্যনন্দন বিশ্বাসের ছেলে। বিকেলে অসুস্থ অবস্থায় তাকে বরিশাল শের -ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দুপুরে পিরোজপুরের কাউখালী সংলগ্ন সন্ধ্যা নদীতে পটকা মাছ খেয়ে মারা যান সুশীল দাস। মৃত সুশীল দাসের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়। অসুস্থ হওয়া জেলেদেরও বাড়ি বরিশাল।

পটকা মাছ খেয়ে অসুস্থ জেলে সমির দাস জানান, তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় সুন্দরবন থেকে মাছ ধরে বরিশাল ফিরছিলেন। দুপুরে তাদের ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে তিনজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সুশীল দাসের মৃত্যু হয়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন হাসান বলেন, দুপুরে পটকা মাছ খেয়ে অসুস্থ ১২ জনকে একইসঙ্গে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশীল দাসসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। তবে কিছু সময় পর সুশীল দাসকে মৃত অবস্থায় কাউখালী হাসপাতালে ফেরত নিয়ে আসা হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: