শিরোনাম

South east bank ad

পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনকে জরিমানা

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর সদররে গোদারবাজার থেকে উপজলোর বরাট ইউনয়িনরে উড়াকান্দা এলাকায় ড্রজোর দয়িে অবধৈভাবে বালু উত্তোলন করায় মোঃ তাজুল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী (দুই লক্ষ ) টাকা জরমিানা করা হয়। একই সাথে ড্রজোর অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়।

আজ ০৭ অক্টােবর বৃহস্পতবিার সকাল ১১টাকা থকেে বকিলে ৩টা র্পযন্ত পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভযিান পরচিালোনা করে। ভ্রম্যমান আদালতরে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সকিউিটভি ম্যাজিস্ট্রেট জনাব হাববিুল্লাহ।

এক্সকিউিটভি ম্যাজিস্ট্রেট জনাব হাববিুল্লাহ জানান, রাজবাড়ী জলোর জলো প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সূর্বণা রাণী সাহা এর নির্দেশনায় আজকে এই অভযিান পরচিালনা করা হয়।রাজবাড়ীতে কোথাও অবধৈ ভাবে বালু কাটতে দওেয়া হবে না। জনর্স্বাথে এ অভিযান অব্যহত থাকবে।

শৃংখলায় রক্ষাত্রে এস আই শহদিুল ইসলামের নতেৃত্বে রাজবাড়ী সদর থানার পুলশিরে একটি দল ভ্রম্যমান আদালতের সাথে ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: