শিরোনাম

South east bank ad

পাটের বহুমুখী ব্যবহার করতে হবে-অতুল সরকার

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

পাটের বহুমুখী ব্যবহার করতে হবে-অতুল সরকার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, পাটের বহুমুখী ব্যবহার করতে হবে। তাহলেই পাট চাষ সাফল্য লাভ করবে।

তিনি আজ (৬ মার্চ) রবিবার জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, পাট পাতা সবজি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো পাতা চা হিসেবে ব্যবহার হয়। পাটকাঠি দিয়ে উন্নত মানের কালি তৈরি হয়। এছাড়া পাটের বহুমূল্যবান আঁশতো রয়েছেই।

তিনি আরো বলেন, পাট পাতা দিয়ে চা বানানোর প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌছতে হবে। এছাড়া উন্নত কালি বানানোর প্রযুক্তিও সহজলভ্য করতে হবে। এসব কর্মকান্ড যত দ্রুত হবে ততই কৃষকের যথাযথ মূল্যায়ন হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকার আরো বলেন, কৃষক যেন ন্যায্য মূল্য পায় সবার আগে আমাদের সে ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হযরত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।

অন্যান্যের মধ্যে পাটকল কর্মী ও ব্যবসায়ী আবদুল্লাহ, কামাল হোসেন, রাকিবুল আলম, সিরাজ খলিফা প্রমুখ বক্তব্য প্রদান করেন।

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় আলোচনা সভা শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: