শিরোনাম

South east bank ad

প্রাইভেট কারে ফেন্সিডিল বহন কালে র‍্যাবের হাতে আটক-২

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রাইভেট কারে ফেন্সিডিল বহন কালে র‍্যাবের হাতে দুই মাদক কারবারি আটক হয়েছে।

র‌্যাব-১৩ সূত্রে জানাগেছে, র‍্যাব-১৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী পৌরসভাস্থ ঢাকা মোড় পাকা রাস্তার উপর পৌঁছে চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালীন সময় ঠাকুরগাঁও হতে ঢাকাগামী ০১ টি প্রাইভেট কার তল্লাশি করে ৪৪০ বোতল মাদক দ্রব্য (ফেন্সিডিল) সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন নীলফামারী জেলার কুন্তব্যপুর ইউনিউনের মনসাপাড়ার মোঃ আরিফ ইসলাম (২৭) ও ঠাকুরগাঁও পীরগঞ্জ রঘুনাথপুরের মোঃ মাসুদ রানা (৩৫)।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারজব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ ঠাকুরগাঁও সীমান্ত এলাকা হতে অতি গোপনে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় চড়া মূল্যে পাইকারী ভাবে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে বলে র‍্যাব জানায়।

ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩'র ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: