শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় ইউপি নির্বাচনে ৭৭৮জন প্রার্থীর মনোনয়ন দাখিল

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭৭৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল রবিবার মনোনয়ন পত্র দাখিলের শেষদিনে স্ব-স্ব রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮৯, সাধারণ সদস্য পদে ৫১৩ ও সংরক্ষিত সদস্য পদে ১৭৬ জন প্রার্থী রয়েছেন।

ময়মনসিংহ কেওয়াটখালীতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফুলবাড়িয়ায় রবিবার প্রার্থীরা মনোনয়ন জমা দিতে এসে ফটোকপির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে। দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ এর দেখা মিললে ফটোকপির দোকানে ব্যাপক ভীড় জমে যায়। শেষ পর্যন্ত অফিস চলাকালীন সময়েই সকল প্রার্থীরা সময়মত ফরম জমা দিতে পেরেছেন।

রিটার্নিং অফিসার মোস্তফা কামাল জানান, নয় নম্বর এনায়েতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বুলবুল হোসেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭ জন। সাধারণ সদস্য ৩১ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

তেরো নম্বর ভবানীপুর চেয়ারম্যান পদে আওয়ামীলীগের জবান আলী সরকার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৯ জন। সাধারণ সদস্য ৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

সাত নম্বর বাক্তা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. নাজমুল হক সোহেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৪ জন। সাধারণ সদস্য ৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৯ জন মনোনয়ন জমা হয়েছে।

রিটার্নিং অফিসার প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান, আট নম্বর রাঙ্গামাটিয়া চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মির্জা কামরুজ্জামান দুলাল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭ জন। সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বারো নম্বর আছিম পাটুলী চেয়ারম্যান পদে আওয়ামীলীগের এসএম সাইফুজ্জামান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন। সাধারণ সদস্য ৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মনোনয়ন জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার ডা. মিজানুর রহমান জানান, চার নম্বর বালিয়ান চেয়ারম্যান পদে আওয়ামীলীগের হাজেরা খাতুন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৭ জন। সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

পাঁচ নম্বর দেওখোলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের তাজুল ইসলাম বাবলু ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৬ জন। সাধারণ সদস্য ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার জানান, এগারো নম্বর রাধাকানাই চেয়ারম্যান পদে আওয়ামীলীগের গোলাম কিবরিয়া শিমুল তরফদার, জাপা, ইশা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২ জন। সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।
তিন নম্বর কুশমাইল চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. শামছুল হক, জাপা, ইশা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। সাধারণ সদস্য ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার কৃষিবিদ জেসমিন নাহার জানান, ছয় নম্বর ফুলবাড়িয়া চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. রুহুল আমিন, জাপা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৫ জন। সাধারণ সদস্য ৫৭ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

দুই নম্বর পুটিজানা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ময়েজ উদ্দিন তরফদার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। সাধারণ সদস্য ৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, এক নম্বর নাওগাও চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. আব্দুর রাজ্জাক, ইশা ও জাকের পার্টী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। সাধারণ সদস্য ৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন।

দশ নম্বর কালাদহ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মো. ইমান আলী মাস্টার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৯ জন। সাধারণ সদস্য ৩৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬জন মনোনয়ন জমা দিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: