South east bank ad

বগুড়ার ২৭ ইউপিতে আ. লীগ ১২ বিএনপি ১০, বিদ্রোহী ৪, স্বতন্ত্র ১

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

তৃতীয় ধাপে বগুড়ার তিনটি উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ টিতে আওয়ামী লীগ, ১০টিতে বিএনপি ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ১জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে জেলা নির্বাচন অফিস সুত্রে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আটটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। আট ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ দুটি, বিএনপি পাঁচটি ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, শাখারিয়ায় এনামুল হক রুমি, নামুজায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম এবং নুনগোলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম। এছাড়াও স্বতন্ত্র হিসেবে বিএনপির বিজয়ীরা হলেন গোকুল ইউনিয়নে জিয়াউর রহমান, শেখেরকোলায় আব্দুর রশিদ মৃধা, নিশিন্দারায় শহিদুল ইসলাম সাবগ্রামে ফরিদ উদ্দিন সরকার এবং লাহিড়ীপাড়ায় আপেল মাহমুদ।

শাজাহানপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছয়টিতে বিদ্রোহী একটিতে এবং দুটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, আশেকপুরে ফিরোজ আলম, মাঝিড়ায় নুরুজ্জামান সরকার, খোট্টাপাড়ায় আব্দুল্লাহ আল ফারুক, গোহাইলে আলী আতোয়ার ফজু, চোপিনগরে মাহফুজার রহমান বাবলু, খরনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাজেদুর রহমান শাহীন, আমরুলে আওয়ামী লীগের বিদ্রোহী সাইফুল ইসলাম বিমান জয়ী হন। বিএনপির বিজয়ীরা হলেন, আড়িয়ায় আতিকুর রহমান, এবং মাদলায় আতিকুর রহমান।

ধুনট উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ চারটিতে, বিদ্রোহী একটিতে, বিএনপি চারটিতে ও স্বতন্ত্র একটিতে বিজয়ী হয়েছে।
আওয়ামী লীগের বিজয়ীরা হলেন, ধুনট সদরে এসএম মাসুদ রানা, মথুরাপুরে হাসান আহম্মেদ জেমস, নিমগাছিতে সোনিতা নাসরিন, এলাঙ্গীতে তোজাম্মেল হক, গোসাইবাড়িতে আওয়ামী লীগের বিদ্রোহী মাসুদুল হক বাবু নির্বাচিত হন।

বিএনপি বিজয়ী হয়েছে, চৌকিবাড়িতে বিএনপির হাসানুল করিম পুটু, গোপাল নগরে আনোয়ারুল ইসলাম, চিকাশিতে বিএনপির জাকির হোসেন জুয়েল, ভান্ডারবাড়ী ইউনিয়নে বেলাল হোসেন বাবু, এবং কালেরপাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: