শিরোনাম

South east bank ad

বগুড়ায় মাসব্যাপী পুনাক শিল্পপণ্য মেলা উদ্বোধন

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ায় শুরু হলো মাসব্যাপী শিল্পপণ্য মেলা। তাঁতবস্ত্রসহ বিভিন্ন পণ্যের শতাধিক স্টল নিয়ে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বগুড়ার উদ্যোগে শনিবার দুপুর শহরের আলতাফুন্নেচ্ছা খেলার মাঠে এ মেলার উদ্বোধন হয়েছে।

পুনাক বগুড়ার ভারপ্রাপ্ত সভানেত্রী দিল আফরোজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া চেম্বারের সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মঞ্জুরী ইসলাম এবং বাংলাদেশ মনিপুরী তাঁত ও জামদানি কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীর সঞ্চালনায় এসময় সিআইডি বগুড়ার পুলিশ সুপার কাউছার শিকদার, ইন সার্ভিস সেন্টারের পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সহকারী পুলিশ সুপার আহম্মেদ রাজিউর রহমান, সদর থানার ওসি সেলিম রেজা, ওসি ডিবি সাইহান ওলিউল্লাহসহ জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিগণ কেক কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

আয়োজকেরা জানান, “পুনাকের আয়োজনে মাসব্যাপী এ মেলায় শতাধিক স্টল রয়েছে। করোনার সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরে মেলায় আসার আমন্ত্রণ জানান তারা। তাঁতবস্ত্র, কুটির শিল্প, হাতের তৈরি খাবার দোকান, শিশুদের খেলাধুলার সরঞ্জাম রয়েছে মেলায়। ”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: