South east bank ad

বরিশালে বিশ্ব নদী দিবসে “রিভার টক”

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বরিশাল ব্যুরো :

বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে “রিভার টক” এর অয়োজন করেছে ৩৬টি সংগঠন নিয়ে গঠিত বিশ্ব নদী দিবস উদযাপন সম্মিলিত পর্ষদ।
সোমবার সকালে নগরীর কীর্তনখোলা নদীর তীরে ডিসি ঘাটে বিশ্ব নদী দিবস উদযাপন সম্মিলিত পর্ষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কে.এস.এ. মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত রিভার টক এ প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কীর্তনখোলা নদীটি জেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদ থেকে উৎপত্তি। নদীটি ঝালকাঠির সুগন্ধা নদীতে পতিত হয়েছে। ২০১১ সালে পানি উন্নয়ন বোর্ড কতৃক প্রকাশিত বাংলাদেশের নদ নদী বইয়ের ২য় সংস্করনের তথ্য অনুসারে নদীটির দৈর্ঘ ২১ কিলোমিটার প্রস্থ ৩২১ মিটার, সর্বোচ্চ ৬৭৪ মিটার গড় ৪৯৭ মিটার। এই নদীতেই আছে বরিশাল নৌ বন্দর। যা বাংলাদেশের ২য় বৃহত্তর নদী বন্দর। এই নদীকে ঘিরেই আমাদের শহর। এই নদী যাতে দূষন ও দখলের কবলে না পড়ে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। এ সময় নদী খাল বাচাতে নদীর জীবন্ত স্বত্ত্বা নিশ্চিত করনে ১৮ দফা জনদাবী পেশ করা হয়।

নদী খাল দখল দূষণ প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় জনগণের মূখ্য অংশিজনদের করণীয় শীর্ষক অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা, বেলা প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, বাপা সহ-সভাপতি ডাঃ আঃ মতিন, ব্রতি প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস, বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া, সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলার সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা কলেন বাপার স্থানীয় সমন্বয়কারী রফিকুল আলম ও অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিশ্ব নদী দিবস উদযাপন সম্মিলিত পর্ষদের সদস্য সচিব রনজিৎ কুমার দত্ত প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: