শিরোনাম

South east bank ad

বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

 প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের নলডাঙ্গায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।

বুধবার (৩ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধনগর গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুখময় সরকার। এ সময় ওই ছাত্রীর বাবা-মা উভয়ের কাছ থেকে সাবালিকা হওয়ার পূর্বে বিয়ে দিবে না মর্মে মুচলেখা নেন তিনি।

ইউএনও সুখময় সরকার বলেন, নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারণে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়৷ মা হতে গিয়ে মারা যাচ্ছেন মা অথবা নবজাতক। বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, পারিবারিক, সামাজিকভাবেও ক্ষতি সাধিত হয়। তাই আমাদের ব্যক্তিগত ও সামাজিক ভাবে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: