শিরোনাম

South east bank ad

বাস মালিক সমিতির আধিপত্যের দ্বন্দে ভোগান্তিতে যাত্রীরা

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর)

আধিপত্য নিয়ে নাটোরে বাস মালিক সমিতির দ্বন্দ প্রকাশ্য বিরোধে রুপ নিচ্ছে। এর ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

মালিক সমিতির নামে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়ের জেরে আজ রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া তিন রাস্তার মোড়ে যানচলাচল বন্ধ করে দেয় বনপাড়া মোটর মালিক সমিতর কর্মিরা।

এতে বন্ধ হয়ে যায় বনপাড়া হাটিকুমরুল বঙ্গবন্ধু সেতু সড়ক। আটকা পড়ে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও দক্ষিণাঞ্চলের যানবাহন। এতে জেলা সদর ও বনপাড়ার পরিবহন মালিক শ্রমিদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

পরে পুলিশ গিয়ে আধাঘন্টার চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে এবং উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানের নেতৃত্বে দুপুর ১২টা পর্যন্ত বৈঠক চললেও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। এতে করে যে কোন সময় আবারো যান চলাচল বন্ধ হতে পারে বলে শংকা যাত্রীদের। জেলা বাস মালিক সমিতির সাথে সিংড়া সমিতিরও বিরোধ চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: