শিরোনাম

South east bank ad

বেসরকারী উদ্যোগে গাজীপুরে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহমেদ, (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুরের বরামা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বেসরকারী উদ্যোগে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। বি-আর পাওয়ার জেনের উদ্যোগে এ প্রকল্পটি নির্মান করবে ম্যাক্স ইন্ফ্রাস্ট্রাকচার লিমিটেড। অগামী ১৫ মাসের মধ্যে এ প্রকল্পটির নির্মান কাজ শেষ হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা। মঙ্গলবার (০৭ ডিসেম্বর ২০২১) বিকেলে আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রটির ভিক্তিপ্রস্থর স্থাপন করেন গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

বি- আর পাওয়ারজেন লিঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, জার্মানির ম্যান এনার্জি সলিউশনস এর প্রতিনিধি ড. নাহিদ।

উদ্যোক্তারা জানান, এ প্রকল্পটি হেবি ফ্লু ওয়েল(এইচএফও) ভিক্তিক। আগামী ১৫মাসের মধ্যে এ প্রকল্পটি শেষ করার লক্ষমাত্রা নেয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ হবে ২০বৎসর।

পরিবেশ বান্ধব ও সামাজিক প্রভাব মূল্যায়নের ভিক্তিতে এ প্রকল্পটি গড়ে তোলা হবে। বায়ু ও শব্দ দূষন রোধে বিশেষ ডিজাইন গড়ে তোলায় ইতিমধ্যেই পরিবেশ ছাড়পত্র দিয়েছে।

বিশ্বখ্যাত ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ম্যান এনার্জি সলিউশনস এ প্রকল্পের প্রধান সরঞ্জাম সরবরাহ করবে। ইউওলার হার্মিস জার্মানির তত্ববধানে প্রকল্পের অর্থায়ন করবে কমার্স ব্যাংক অব জার্মানী।

অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের অংশীদার ম্যাক্স গ্রুপ। আমাদের নিজস্ব বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বর্তমানে সরকারকে আমরা বিদ্যুত দিচ্ছি। বর্তমান সরকারের প্রথম মেয়াদে কুইক রেন্টাল প্রকল্প চালু করেছিল। তার জন্যই আমরা পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি। এখানে যে বিদ্যুৎ কেন্দ্রটি হবে তা হবে শক্তিশালী ও আর্ন্তজাতিক মানের। আমাদের আশা রয়েছে, নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রটি নির্মান হবে।

ভিক্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, করোনার কারণে যখন পৃথিবীজুড়ে অর্থনৈতিক মন্দা চলছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ পৃথিবীর উন্নয়নের রুল মডেল। এ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বা অন্যকোন উন্নয়নমূলক কর্মকান্ডে কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: