South east bank ad

সমালোচনা মানুষকে সংশোধন হওয়ার সুযোগ দেয়-এসপি মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

সাংবাদিকতা নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনায় সমালোচনা মানুষকে সংশোধন হওয়ার সুযোগ দেয় বলে মন্তব্য করেছেন এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক।

সাংবাদিকতা ছায়া সংসদ বলে অভিহিত করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিকতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ে বিস্তর আলোচনা করেন। এতে সাংবাদিকদের আলোচনায় উঠে আসে বিভিন্ন সরকারি দপ্তরসমূহের দুর্নীতি। তেমনি উঠে আসে ভালো দিকগুলো।

"নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন" স্লোগানকে সামনে রেখে এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন ও জহিরুল ইসলামের আয়োজনে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বরগুনা পৌরসভা হল রুমে কেক কেটে এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, জেলা সমাজসেবা উপপরিচালক কাজী মুহাম্মদ ইব্রাহীম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম, তারিকুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ ইমরান টিটু, সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল, প্রেসক্লাব সদস্য হাসানুর রহমান ঝন্টু, জাফর হাওলাদার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।

এ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের সঞ্চালনা করেন- দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সদস্য শাহ্ আলী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: