South east bank ad

মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম আজাদ খান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার রুস্তম(৫০) কান্দা ওয়াইল এলাকার এলাহী ইমন(৪০) চরকাটারী এলাকার মো. আরিফ শেখ (২৬) মো. রুবেল (২৬), জাফরগঞ্জ এলাকার ছানোয়ার হোসেন (২৬), সিরাজগঞ্জের শাহজাতপুর উপজেলার রতনদিয়া এলাকার মো. বাবুল হোসেন(৩৬), চৌহালী উপজেলার চর পাচুরিয়া এলাকার মোস্তফা কামাল (৩৭) পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, চলতি মাসের ৮ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

পরে তিনি দৌলতপুর থানায় মামলা করেন। পরে ঢাকা ও টাঙ্গাইল জেলার আশেপাশে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পর্যায়ক্রমে ৭ জনকে গ্রেফতার করে ডাকাতির আংশিক মালামাল উদ্ধার করে।

আসামিদের আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত থাকলে তাদের কেও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: