শিরোনাম

South east bank ad

যারা মাদকসেবী তারাই একসময় মাদক কারবারি হয়: এসপি আজাদ

 প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

যারা মাদকসেবী তারাই একসময় মাদক কারবারি হয়: এসপি আজাদ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেছেন, ‘যারা মাদক সেবী তারাই একসময় মাদক কারবারি হয়। কেউ কখনই প্রথমে মাদক বিক্রি করে না। প্রথমে সে সেবন শুরু করে তারপর সে মাদক বিক্রিতে জড়িয়ে পরে।’

গতকাল সোমবার (২৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

পুলিশ সুপার আরো বলেন, ‘বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। মাদক ও ইভটিজিং থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। আর কেউ যদি মাদক ও সন্ত্রাসবাদ বা কোন মেয়েকে ইফটিজিং করে নৈরাজ্য সৃষ্টি করে তাদের আইনের আওতায় আনা হবে। এরজন্য বেশি বেশি করে বাংলাদেশী কালচার চর্চার মাধ্যমে সাংস্কৃতিক ও খেলাধূলার সাথে সম্পৃক্ত থাকতে হবে। তাহলে মাদক ও সন্ত্রাসবাদ থেকে পরিত্রান পাওয়া যাবে।’

এসময় অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড: মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রউফ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলোচনা সভায় কলেজের বিভিন্ন শ্রেণীর তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: