শিরোনাম

South east bank ad

রাজশাহীতে পুলিশে চাকরির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীর বাগমারা উপজেলায় কনস্টেবল পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে হাবিব রহমান এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বাগমারা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হাবিব বাগমারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাকিম শাহর ছেলে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম জানান, উপজেলার সাইধারা গ্রামের জাফর হোসেনের ছেড়ে আব্দুল হাইকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে হাবিব নয় লাখ টাকার চুক্তি করে। একই সঙ্গে কৌশলে ব্যাংকের চেকের দুইটি পাতা এবং একশত টাকার মূল্যের তিনটি ননজুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প নেয়। এছাড়া পুলিশ নিয়োগ পরীক্ষার আগে হাবিব প্রার্থী আব্দুল হাই এর কাছ থেকে নগদ সাতান্ন হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে আব্দুল হাই নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হলে তিনি হাবিবের নিকট উক্ত টাকা, ব্যাংকের চেক ও স্ট্যাম্প ফেরত চান। তখন হাবিব তা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং আব্দুল হাইকে বিভিন্নভাবে ভয়ভীতি-হুমকি প্রদর্শন করে। সেই সাথে ভুক্তভোগীর নামে মিথ্যা মামলার হুমকি দেয়। এ বিষয়ে বাগমারা থানায় একটি প্রতারণা মামলা রুজু হয়েছে। হাবিবকে গ্রেপ্তারের পাশাপাশি তার নিকট থেকে উক্ত টাকা, ব্যাংকের চেকের পাতা এবং স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: