শিরোনাম

South east bank ad

রুয়েটে গুচ্ছ পদ্ধতিতে 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক সেলিম হোসেন বলেন, জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটে রুয়েটে পরীক্ষার জন্য ৬ হাজার ৪৫ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সব ব্যবস্থা করেছি। আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিট এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: