শিরোনাম

South east bank ad

শেরপুরে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর দোয়া ও মিলাত মাফফিল

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের ২ নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, চরশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টনের মনোনয়ন পত্র জমাদান উপলক্ষে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) সকালে যোগিনীবাগস্থ চেয়ারম্যান প্রার্থীর বাসভবনে ওই দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম।

মাকসুদুর রহমান মিষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ইউনিয়র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জিন্নত আলী, যুবলীগ নেতা মেজবাউল ইসলাম লিটন, বিশিষ্ট শিক্ষাবিদ জুলহাস উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বাবুল, জেলা মৎসজীবী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, সাবেক সেনা কর্মকর্তা আক্তার হোসেন, যুবলীগ নেতা এসকে খোকন, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন শামীম, রোকনুজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে চরশেরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আওয়ামী লগি নেতা বকুল মিয়া, খলিলুর রহমানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
জানা যায়, শেরপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মিল্টন আজ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিবেন।

নৌকার মাঝি রফিকুল ইসলাম মিল্টন বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত এই চরশেরপুরকে একটি মডেল ইউনিয়র হিসেবে গড়ে তুলবো। এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। সকল দ্বিদ্বা-দ্বন্দ্ব ভুলে সকলের প্রতি বিশেষ আহবান জানিয়ে তিনি আরও বলেন, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে কাজ করি। শেখ হাসিনাকে বিজয়ী করি, নৌকার বিজয় নিশ্চিত করি। তবেই অবহেলিত চরশেরপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে পাবরো।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় শেরপুরে ১৪ ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানের শেষ সময় ১৭ অক্টোবর। মনোয়ন বাছাই ২০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে আগামী ১১ নভেম্বর।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: