শিরোনাম

South east bank ad

সম্প্রদায়িক হামলার হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ী ও দোকান ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়োশন (বিএমএ), গোপালগঞ্জ শাখা এ কর্মসূচী পালন করে।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়োশনের নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধন চলাকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়োশন (বিএমএ), গোপালগঞ্জ শাখার সভাপতি ডা: মাঈনুদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ডা: মো: হুমায়ুন কবীর, গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক, ডা: আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, দেশে সম্প্রদায়িকতার শিকড় আকড়ে ধরেছে। এ শেকড় উপড়ে ফেলতে হবে। দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের বিচরের দাবী জানান বক্তরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: