শিরোনাম

South east bank ad

সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে জয়পুরহাটে সমাবেশ

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :

গত ১৩ অক্টোবর কুমিল্লায়র একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে মন্দির ও প্রতিমা ভাঙ্গচুর করা হয়। পরবর্তীতে ওই ঘটনার সুত্র ধরে সারাদেশে বিভিন্ন জেলায় হিন্দুধর্মাবলম্বী অনেক ওপর শারীরিক নির্যাতন ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা ঘটে তার প্রতিবাদে জয়পুরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষেদর গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ অক্টোবর) জয়পুরহাট শহরের সোনাপট্টি শিবমন্দিরে সকাল ৭টায় গণঅশন ও গণঅবস্থান কর্মসূচি এবং পরে সকাল ১১ টায় পাঁচুরমোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে জয়পুরহাট জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট হৃষিকেষ সরকার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমার খাঁ , জেলা জজ কোর্টের পিপি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নুপেন্দ্রনাথ মন্ডল,জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর প্রমূখ।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র পেয়েছি। সেই অসাম্প্রদায়িক দেশে হিন্দুধর্মাবলম্বীরা আজ কেন নিরাপদ নয়। একের পর গুজব রটিয়ে আমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। আমরা কী এ দেশের নাগরিক নয়। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাই। সাম্প্রদায়িক সহিংসতা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য রাষ্ট্রকেই ভূমিকা পালন করতে হবে। সারা দেশের যারাই হামলার শিকার হয়েছেন তাদের আর্থিক সহযোগিতা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য বিক্ষোভ সামবেশ শেষে শিবমন্দিরে গণঅনশন কর্মসূচি শেষ হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: