শিরোনাম

South east bank ad

সিংড়ায় ইঁদুর নিধন অভিযান শুরু

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

নাটোরের সিংড়ায় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে এই শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী এই কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এসএম খুরশিদ আলম, উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার হেলেনা আক্তার, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল মতিন, কৃষক সুলতান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইঁদুর আমাদের জাতীয় শত্রু। ফসলের ক্ষতি করে। নানা রোগ বালাই ছড়ায়। ইঁদুরের কারনে ফসল উৎপাদন কমে যায়। এজন্য ইঁদুর নিধন অভিযান জোরদার করার জন্য সবার প্রতি আহবান জানান।

সভা পরিচলনা করেন উপসহকারী কৃষি অফিসার রেজাউল করিম।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: