শিরোনাম

South east bank ad

স্বেচ্ছাশ্র‍মে রাস্তা সংস্কার করলো আজকের তারুণ্য'র স্বেচ্ছাসেবীরা

 প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

স্বেচ্ছাশ্র‍মে রাস্তা সংস্কার করলো আজকের তারুণ্য'র স্বেচ্ছাসেবীরা

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুর পৌর শহরের খরমপুরের খাদ্য গুদাম মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য'র স্বেচ্ছাসেবীরা রাস্তা সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে।

গতকাল শনিবার ৫ মার্চ দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এতে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের তারণ্যর সভাপতি মোঃ রবিউল ইসলাম রতন জানান, খরমপুর খাদ্য গোদাম থেকে কলেজে যাওয়ার রাস্তা রাস্তা উঁচুনিচু হওয়ায় প্রায়ই রিক্সা, ট্রাক ও অটোরিকশা উল্টে যায়।

বিষয়টি অনেকদিন থেকেই আমাদের নজরে পড়ছিলো। পরে আমার নেতৃত্বে গতকাল দুপুরে সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে রাস্তার উঁচু জায়গাগুলো কেটে সমান ও গর্তগুলো রাবিশ দিয়ে ভরাট করে দেওয়া হয়। আর রাস্তার পাশে জন্মানো আগাছা গাছ কেটে পরিষ্কার করা হয়।

আর সবার কাছে আমাদের দাবী হলো, পৌরসভা থেকে যে ডাস্টবিন দেওয়া হয়েছে সবাই যেন পৌরসভার দেওয়া ময়লা ফেলার ডাস্টবিনেই ময়লা ফেলে। এতে করে আমাদের শহর পরিষ্কার থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক দিপ্ত মোদক জানান, শহরটা আমার, আপনার। আমরা চাইলেই শহরটাকে পরিচ্ছন্ন রাখতে পারি। উন্নয়নমূলক সব কাজ প্রশাসন ও কর্তৃপক্ষ করলেও নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থেকে যায় কেননা আমরা এই শহরেরই বাসিন্দা। আমরা এই শহরটাকে ভালোবাসি।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: