শিরোনাম

South east bank ad

হিরোইনসহ গ্রেপ্তার বৃদ্ধের মৃত্যুদণ্ড

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

হিরোইনসহ গ্রেপ্তার বৃদ্ধের মৃত্যুদণ্ড

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

গতকাল (৬ মার্চ) রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ৬ জুন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় পুলিশ মাদক উদ্ধার অভিযান চালায়।

অভিযানে ২৫০ গ্রাম হিরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিরুল ইসলাম বাদী হয়ে মাদক মামলা করেন। দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার এই মামলার রায়ে আসামির ফাঁসির আদেশ দিলেন আদালত।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: