শিরোনাম

South east bank ad

৩৭ কেজির বাঘাইড় মাছ ৪৮ হাজার টাকাই বিক্রি

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে দৌলতদিয়া চর কর্ণেশনা কলাবাগান এলাকার পদ্মা নদী থেকে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে ওই মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে গোবিন্দ হালদার সকাল ৯ টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল মন্ডলের মৎস্য আড়ৎ এ আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চাঁদনী-আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ১০০ টাকায় কিনে নেন। পরে চান্দু মোল্লা মাছ একটু বেশী দামে বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে ঘাটে এসেই দেখি একটি বড় বাঘাইড় নিলামে উঠছে। পদ্মার মাছের প্রতি মানুষের চাহিদা বেশী সেক্ষেত্রে এত বড় বাঘাইড়। তাই সর্বচ্চ দাম দিয়ে কিনে নেই। আশা করছি বেশ লাভে বিকেলের মধ্যেই মাছটি বিক্রি করতে পারবো।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, পদ্মায় আজকাল নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: