শিরোনাম

South east bank ad

৯ মাস পর করোনা শূন্য দিন পেল বগুড়া

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

দীর্ঘ ৯ মাস পর বগুড়ায় শুক্রবারের (২২ অক্টোবর) ফলাফলে কোন ব্যক্তি করোনায় শনাক্ত হয়নি। জেলার দুটি পিসিআর ল্যাবে ১১৭টি নমুনার ফলাফলে সবগুলো নেগেটিভ এসেছে। তবে একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৮ জন। এছাড়া জেলায় নতুন করে কারও মৃত্যু ঘটেনি। শুক্রবার দুপুর ১২টার দিকে এসব তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।

গত বছরের ২০ এপ্রিল থেকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষা শুরু করা হয়। ওইদিন ৪ জনের নমুনা পরীক্ষা করা হলে সবগুলোই নেগেটিভ আসে। এর আগে বগুড়ার নমুনা ঢাকা এবং রাজশাহীতে প্রেরণ করা হত।
এছাড়াও এর আগে গত ১৫জানুয়ারি ২৫টি নমুনার ফলাফলে সবগুলো নেগেটিভ এসেছিল।

জেলা স্বাস্থ্য দপ্তর জানায়, শজিমেক ও টিএমএসএস ল্যাবে মোট ১১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে সবগুলোই নেগেটিভ এসেছে। নতুন করে কেউ করোনায় শনাক্ত না হওয়ায় এবং মারা না যাওয়ায় মোট আক্রান্ত ২১হাজার ৬০০ জন এবং মৃত্যু ৬৮৫ জনেই অপরিবর্তিত রয়েছে। এছাড়া জেলার তিন হাসপাতালে করোনার রোগী রয়েছে ৩৪জন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: