শিরোনাম

South east bank ad

ফয়সল নোই এর কবিতা “প্রমোদতরী”

 প্রকাশ: ০৮ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রমোদতরী

ফয়সল নোই

রূপ-হন্তারক জোৎস্নার বিষে নীল মন
ঢেউয়ের দোলায় তলিয়ে যাবার আগেই
প্রস্তাবগুলো যথাসাধ্য পৌঁছে দেবে
মিলবে কি মিলবে না সমীকরণ
তা না বুঝেই বেওয়ারিশ দীর্ঘশ্বাস
ফিরে ফিরে উড়াবে তোমার আহ্লাদী আঁচল।
আড় দৃষ্টিতে দেখে নিও -- বিপন্ন নৌ-যান
রশি নোঙ্গর আঁকড়ে আছে উদ্বিগ্ন মানুষ
রুদ্র সাগরের চোখে চোখ রেখে
মণি কেঁপে যায়, মনে শঙ্কা…শঙ্কা
তুমি চমকে যেও না ! আঙ্গুলে--
পেঁচানো কাপড় অগোচরে নোনাজলে
ভিজে উঠলেও
শেষ যে বাতাসের ঝাপটায়
কানে তুলে দিল সুর ;
নিখোঁজ জাহাজের যাত্রী ও মাস্তুল
ভেসে ভেসে যায়, তার পিছু পিছু
আর্তচিৎকার… ক্লান্ত শঙ্খ চিল হয়ে
জীবনস্মৃতি খোঁজে নিজস্ব পাপ-শহরে
…সাগর ভ্রমনে তোমার প্রমোদতরী
এসব দৃশ্য ও ঘটনার মুখোমুখি হয়

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: