শিরোনাম

South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “যদি একদিন”

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “যদি একদিন”

যদি একদিন

সাবরীনা রহমান বাঁধন

ধরো একদিন আচমকা তোমার কাছে গিয়ে হাজির হলাম
কী করবে তুমি?
ইতস্তত করবে নাকি খুব স্বাভাবিক ভাবে আলাপ জমাবে
এমন যেন আমি আসব তুমি জানতে
মাঝে মাঝেই তো এমন হয় যে তোমাকে ছুঁয়ে দেখতে মন ছুটে যায়
ধরো কাছে গিয়ে আনমনেই হাত বাড়িয়ে দিলাম
তুমিও কি স্বভাবসুলভ হাত গলিয়ে দেবে হাতের ফাঁকে
নাকি অবাক হয়ে তাকিয়ে এমন ভাব করবে যেন বড্ড অসময়ের বায়না এ আমার
আচ্ছা কি কথা হবে আমাদের তখন
তোমার আমার দূরত্বেরা যে গল্প শুনে শুনে অভিমান ভেঙে হেসে ওঠে
নাকি নতুন নতুন রসদ জমবে দূরত্বকে উদযাপন করার
আচ্ছা কী খেতে দেবে আমায়?
মুখে তুলে খাইয়ে দেবে বায়না যদি ধরেই বসি?
এদিক ওদিক চাইবে জানি
ভাববে লোকে বলবে কী!
নাকি অপটু হাতে খুব মায়া ভরে মুখে তুলে দিতে থাকবে
যেন কতদিন পেট ভরে খাই না আমি
সারাদিনের কাজের ছুটি নেবে সেদিন?
তোমার বাড়ির ছাদে বসে গান শোনাবে একের পর এক
আচমকা মাথাটা এনে রাখবে আমার কোলের ওপর
জানো তোমার এই একটু একটু মায়াগুলো কত যত্নে তুলে রাখা আমার কাছে
প্রথম মাথায় হাত বুলিয়ে আমার ঘুম ভাঙানো
প্রথম দুগাল ছুঁয়ে অনিয়ম না করতে বলা
আমি কী করে ভুলব এসব
এই যে লিখতে গিয়ে চোখের কোল ভাসছে
মায়া বড় অদ্ভুত জিনিস, অকারণেই বাড়ে
তুমি বড্ড মায়াবি।
ধুর কী বলতে কী বলছি
যা বলছিলাম
যদি একদিন সত্যিই তোমার কাছে গিয়ে হাজির হই
কী করবে তুমি?
বকাঝকা করবে খুব নাকি একটু মাথায় হাত ছুঁইয়ে বলবে
পাগলামি করো কেন এত!

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: