শিরোনাম

South east bank ad

শিক্ষা প্রতিষ্ঠানে কাবাডি

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

শিক্ষা প্রতিষ্ঠানে কাবাডি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জাতীয় খেলা কাবাডিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসবেন তারা।

কাবাডি খেলাটা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হয় সে ব্যাপারে কথা বলবেন ফেডারেশনের কর্তারা। গত ৩১ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান।

একই সঙ্গে তিনি সদস্য নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটিরও। হাবিবুর রহমান জানান, দেশের কাবাডির উন্নয়ন করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাবাডিকে জাতীয় খেলা ঘোষণা করেছিলেন। এই খেলাটি যাতে বিশ্বের অনেক দেশ খেলে তা নিয়ে কাজ করব আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে।

ফুটবল যেমন সারা বিশ্বে খেলে তেমন কাবাডিও যেন সেভাবে স¤প্রসারিত হয়- তা নিয়ে কাজ করবেন তারা। কাবাডি ক‚টনীতির মাধ্যমে বাংলাদেশের জাতীয় খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: