শিরোনাম

South east bank ad

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা করল দুদক

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সাবেক কাস্টমস পরিদর্শক মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার ২৫ আগস্ট ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্রে বিষয়টি জানা গেছে।

এ মামলার এজাহারে বলা হয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সাবেক কাস্টমস পরিদর্শক মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে তার নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৭৯০ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা সম্পদ বিবরণীতে ১৩ লাখ ৯০ হাজার ৪৩৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদের তথ্য দাখিল করেছেন। এছাড়া ৬৯ লাখ ২৪ হাজার ৭৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: