শিরোনাম

South east bank ad

আজ ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

 প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আজ ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ রবিবার দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

শেয়ারবাজার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ অপারেটিং অফিসার ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। একই তথ্য জানান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ভারপ্রাপ্ত এমডি গোলাম ফারুক।

  • তারা বলেন, দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যথাযথ মর্যাদায় পালিত হয়। তাই দিনটি উদ্যাপনের জন্য রবিবার লেনদেন বন্ধ থাকবে। এই দিন সরকারি ছুটি, ফলে ব্যাংক বন্ধ থাকে। পুঁজিবাজারের পাশাপাশি দিবসটি উপলক্ষে ব্যাংক-বিমাসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ মে যথারীতি লেনদেন চলবে পুঁজিবাজারে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: