শিরোনাম

South east bank ad

আঞ্চলিক সেতুবন্ধে কাজ করতে পারে বাংলাদেশ : এফবিসিসিআই সভাপতি

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

সরকারের যুগোপযোগী নীতিমালা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।


গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) আয়োজিত লিডস-২০২১ অনুষ্ঠানে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি। তিনি উল্লেখ করে বলেন, গ্লোবাল ডিজিটাল প্লাটফর্ম র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৫৭, দক্ষিণ এশিয়ায় চতুর্থ। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আঞ্চলিক সেতুবন্ধের কাজ করতে পারে।

এ সেমিনারে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। এ সময় তিনি ই-কমার্স ও এফ-কমার্সের ব্যাপক প্রসারের কথা উল্লেখ করেন।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: