শিরোনাম

South east bank ad

জেলের জালে প্রায় ৭ ফুট লম্বা ৭৮ কেজির তেলেভোলা মাছ

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুন্দরবনের কপূরা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। তাদের জালেই ধরা পড়ল বিশাল আকারের তেলেভোলা মাছ। মাছটির ওজন প্রায় ৭৮ কেজি ২০০ গ্রাম।

গত শুক্রবার ২২ অক্টোবর জেলেরা নদীতে মাছ ধরতে গেলে মাছটি জালে ধরা পড়ে। সেই মাছ ঘাড়ে করে মাছ বাজারের আড়তে নিয়ে আসেন জেলেরা। গত শনিবার ২৩ অক্টোবর রাতে মাছটির দাম ওঠে কেজি প্রতি ৪৯ হাজার ৩০০ রুপি। শেষ পর্যন্ত মাছটি বিক্রি হয় ৩৬ লাখ ৪৮ হাজার ২০০ রুপিতে। এ বিশাল আকৃতির মাছটি কিনেছে কলকাতার কেএমপি নামের একটি প্রতিষ্ঠান। ধারণা করা হয় মাছটির পেটে মূল্যবান কিছু সম্পদ রয়েছে।

মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরেন। গত বৃহস্পতিবার সকালেও গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালিপদ বর নামে ৫ জন মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরার উদ্দেশে রওনা দেন। মাছ ধরতে ধরতে গত শুক্রবার সন্ধ্যায় তাদের জালে ধরা পড়ে প্রায় ৭ ফুট লম্বা এ তেলেভোলা মাছটি।

জানা গেছে, এ মাছের পেটে রয়েছে মহামূল্যবান কিছু সম্পদ, যার কারণে এ মাছটির দাম উঠেছিল অনেক। তবে এ মূল্যবান সম্পদ কোনো টাকা পয়সা কিংবা সোনা গহনা নয়, তা হলো এ মাছের পেটে থাকা পটকা। যা দিয়ে তৈরি করা হবে বিভিন্ন ধরনের ওষুধ, জিনিসপত্র। আর সেগুলো ব্যবহৃত হবে অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে। আর সেই কারণেই এ তেলেভোলা মাছের এত দাম হয়েছে।

এ বিষয়ে মৎস্যজীবী বিকাশ বর্মন জানায়, বহুদিন ধরেই মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন তিনি। তবে প্রতি বছর ভোলা মাছ ধরতে গেলেও এবারই তার জালে এত বড় মাছ ধরা পড়ল। সূত্র: বাংলাহান্ট

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: