শিরোনাম

South east bank ad

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে ৭ অভিযোগ, অভিযান পরিচালনা

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের প্রেক্ষিতে সারাদেশে গতকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ৭টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেওয়া (১টি অভিযান, ৬টি দপ্তরে পত্র পাঠানো) হয়েছে।


ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের বিলের ছাড়পত্র দিতে ঘুষ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আসা অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে গতকাল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম সরজমিনে ওই অফিস পরিদর্শনের আগে বিল সংক্রান্ত বেশ কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে।


অভিযুক্ত কর্মকর্তাকে ওই অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ওএসডি করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াসার এমডি বরাবর সুপারিশ করেছে। পরবর্তীতে আরও তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


এছাড়া, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভুয়া শিক্ষাগত যোগ্যতার সনদ সৃজনপূর্বক প্রভাষক পদে নিয়োগ দেওয়া; মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রত্যয়নপত্র প্রদানে ঘুষ দাবি; স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া; টিসিবি ডিলারের বিরুদ্ধে জনসাধারণের পরিবর্তে টিসিবি পণ্য খোলাবাজারে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রয়; লাইসেন্স পরিদর্শকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন; স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে খাল দখলপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার, মাদারীপুর; জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ; জেলা শিক্ষা অফিসার, রাজশাহী; উপ-উর্ধ্বতন কার্যনির্বাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টি সি বি), রংপুর; মেয়র, কুড়িগ্রাম পৌরসভা, কুড়িগ্রাম; মেয়র, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম; সংশ্লিষ্ট দপ্তরসমূহে উল্লেখিত অভিযোগসমূহের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পত্র পাঠানো হয়েছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: