শিরোনাম

South east bank ad

বস্ত্র ও পাট সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজিএমইএ সভাপতি

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   এফবিসিসিআই

সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বস্ত্র) মোহাম্মদ আবুল কালাম এবং বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. নূরুজ্জামান।

এ সময় তারা তৈরি পোশাক শিল্পসংক্রান্ত বিভিন্ন ইস্যু এবং স্থানীয় টেক্সটাইল মিলে উৎপাদিত ইয়ার্ন ও ফ্যাব্রিকস ব্যবহার করে তৈরি পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়ানোর উপায়সহ টেক্সটাইল শিল্প খাত নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে পাট থেকে ইয়ার্ন ও ফ্যাব্রিকস তৈরির জন্য আরও গবেষণার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

BBS cable ad

এফবিসিসিআই এর আরও খবর: