শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন

 প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন

ঢাকা, ২০ জুলাইঃ-

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি যুক্তরাজ্য সফর শেষে বুধবার (২০-০৭ -২০২২) দেশে প্রত্যাবর্তন করেছেন।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং ০২ জন সফরসঙ্গীসহ চীফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ারফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টন এর আমন্ত্রণে গত রবিবার (১০-০৭-২০২২) ০৭ দিনের এক সরকারী সফরে যুক্তরাজ্য গমন করেন। যুক্তরাজ্য সফর কালে বিমান বাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ্#৩৯;মার্শাল এ্যারোস্পেস ফ্যাসিলিট্#ি৩৯; পরিদর্শন করেন।

এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিত্ #৩৯;গ্লোবাল এয়ার চীফ্ধসঢ়;স কনফারেন্স্#৩৯;-এ যোগদান করেন। উক্ত কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপুর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ উক্ত কনফারেন্সে যোগদান করেন। এছাড়াও তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিত পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ্#৩৯;রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২্#৩৯; তে যোগদান করেন। সবশেষে বিমান বাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিত ্#৩৯;ফার্নবোরো
ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২্#৩৯; পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

BBS cable ad

বিমান বাহিনী এর আরও খবর: