South east bank ad

‘লিটন আমাদের অন্যতম সেরা ফিল্ডার’

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

দুর্দান্ত একটি ইনিংস খেলার পরেও দলের হারে ম্লান হয়ে গেছে ব্যক্তিগত প্রাপ্তি। তারপরও কিছুটা স্বস্তি তো ফিরে পেলেন মুশফিকুর রহিম। দলের সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ বাছাইপর্বে জ্বলে উঠতে পারছিলেন না। স্কটল্যান্ড ম্যাচে হারের পর থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সিনিয়র ক্রিকেটারদের।

মূলপর্বে মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশ পেয়েছিল ১৭১ রানের লড়াকু পুঁজি। যদিও নির্বিষ বোলিং আর লিটন দাসের দুইটি সহজ ক্যাচ হাতছাড়া করার মাশুল গুণে হারতে হয়েছে ৫ উইকেটে।

সমালোচনার প্রভাব খেলায় পড়ে কিনা, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানতে চাইলে অভিমানের স্বরে মুশফিক বললেন, ‘এটা তো সবসময় হতেই থাকবে (আলোচনা-সমালোচনা)। যখন ভালো খেলবেন তখন সবাই তালি দেবে, যখন খারাপ করবেন তখন গালি দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না?’

‘আমি নতুন না, ১৬ বছর ধরে খেলছি, এখন স্বাভাবিক লাগে। আর যারা এ ধরনের কথা বলে তাদের নিজেদের মুখটা আয়নায় দেখা উচিত।’

লিটনের হাতে দুইটি ক্যাচ ফসকানো নিয়ে মুশফিক বললেন, ‘আমার কাছ থেকে মিস হলে হয়তো ভিন্ন কিছু হতো। আমি ওরকম মানের ফিল্ডার না, লিটন আমাদের অন্যতম সেরা ফিল্ডার। ওই মোমেন্ট গুরুত্বপূর্ণ ছিল, জুটি ভাঙা দরকার ছিল।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: