মোহনগঞ্জে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নেত্রকোণার মোহনগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে শুক্রবার ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মোহনগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে সেনাসদস্যরা বন্যা কবলিত উপজেলার ৭নং গাগলাজুর ইউনিয়নে দরুনা, কানুহারী, বরান্তর গ্রামে ১শ প্যাকেট ত্রাণ, ৫শ বোতল সেনাপানি, ঔষধ, শিশু খাদ্য এবং গো খাদ্য বিতরণ করেন। সেখানে ত্রাণ বিতরণের সময় বন্যার্ত শিশুকে কোলে নিয়ে ত্রাণ বিতরণ করেন ক্যাপ্টেন সাকিব। পরে মোহনগঞ্জে মাঘান বাজারে বন্যা কবলিত মানুষের মাঝে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে নদী থেকে পানি উত্তোলন করে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।
ঘন্টায় ২হাজার লিটার হিসেবে ৫ঘন্টায় ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম, ৭নং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ওয়ারেন্ট অফিসার মোঃ রবিউল উপস্থিত ছিলেন।