পটুয়াখালীতে বিদায় সংবর্ধনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ৭ এপ্রিল পটুয়াখালী জেলার পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাহফুজুর রহমান এর বদলীজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাহফুজুর রহমান এর পটুয়াখালী জেলায় চাকুরীকালে সফলতার সাথে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য তাকে অভিনন্দন জানান এবং পরবর্তী কর্মস্থলেও সফলতার সাথে দায়িত্বপালনের আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী অতিথি মোহাম্মদ মাহফুজুর রহমান পটুয়াখালী জেলা পুলিশের সকল সদস্যকে তার চাকুরীকালে দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তার সম্মানার্থে বিদায় সংবর্ধনা আয়োজন করার জন্য পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন।
সভায় পটুয়াখালী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ বক্তব্য রাখেন।