বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে আইএফআইসি ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত দলিল হস্তান্তর করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সায়েদুর রহমান, নির্বাহী পরিচালক খুরশীদ আলম, পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।